সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের “রিমেম্বারিং মনসুন রেভ্যুলেশন” কর্মসূচির অধীনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৮টি বিভাগীয় শহরে শুরু হতে যাচ্ছে প্রযোজনা ভিত্তিক চলচ্চিত্র কর্মশালা:
আবেদনের শেষ তারিখ ২৫ জানুয়ারি ২০২৫
চলচ্চিত্র নির্মাণকে বিকেন্দ্রীকরণ ও দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবানদের তুলে আনার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হতে যাচ্ছে প্রযোজনা ভিত্তিক চলচ্চিত্র বিষয়ক কর্মশালা। দেশের ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিতব্য এই কর্মশালাগুলো পরিচালনা করবেন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৮ জন তরুণ নির্মাতা।
গুণী ও মেধাবী পরিচালকগণের নিকট থেকে প্রশিক্ষণ এবং তাঁদের মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে এই কর্মশালার মাধ্যমে। কর্মশালায় অংশগ্রহণে আবেদনের শেষ তারিখ ২৫ জানুয়ারি, ২০২৫।
কর্মশালায় আগ্রহীরা কিউআর কোড স্ক্যান করে অথবা https://forms.gle/yGuRUJP29gwsjzJf9 এই লিংক এ ক্লিক করে আবেদন করতে পারবেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের “রিমেম্বারিং মনসুন রেভ্যুলেশন” কর্মসূচির অধীনে ৮টি বিভাগীয় শহর এই ওয়ার্কশপ হতে যাচ্ছে। নির্বাচিতদের নিয়ে এই নির্মাতারা ৮ টি মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করবেন। যে সিনেমাগুলোতে ওয়ার্কশপে নির্বাচিত অংশগ্রহণকারীরা সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পাবেন।