Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০২৫

বিবৃতি


প্রকাশন তারিখ : 2025-02-20

বিবৃতি

 

আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫১ বছর পূর্তি হলো। আমাদের যাত্রা শুরু ১৯৭৪ সালে। অনেক পথ পেরিয়ে সহকর্মী, শিল্পী ও শুভানুধ্যায়ীদের নিয়ে আমাদের পরিবারটি আজ অনেক বড় হয়েছে যাদের সকলকে এই বিশেষ দিনে জানাই আন্তরিক শুভেচ্ছা। দিনটি উপলক্ষ্যে আমরা বিশেষভাবে কোন আয়োজন করছি না কারণ প্রান্ত থেকে কেন্দ্র নানামুখী উৎসব আয়োজনের মাধ্যমেই আমরা প্রতিদিন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি। আমরা মনে করি শিল্পকলাকে মানুষের কাছে পৌছাতে উৎসব আয়োজনের বিকল্প নেই। এই নানামুখী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমেই আমরা নিজেদের অস্তিত্বের জানান দেই।

 

আমরা বিশ্বাস করি সংস্কৃতির অবস্থান মানুষের জীবনের কেন্দ্রে। আমরা উৎসবের আমেজে পৌছতে চাই জনগণের কাছে , দেশব্যাপী, তৃণমূল পর্যায়ে। বাংলাদেশ হাজারো নদীর দেশ, যেখানে হাজার বাঁকে স্রোত বয়ে চলে নিরন্তর। তারই অনুপ্রেরণায় বহু মত, বহু জনকে ধারণ করে আমাদের সামষ্টিক পরিচয় গড়ে তোলা সম্ভব। সাম্প্রতিককালে আমরা পাশে দাঁড়িয়েছি বাউল শিল্পী সমাজের, যাদের সম্প্রীতি ও সাম্যের বার্তার সাথে আমরা একাত্মতা প্রকাশ করি।

এরইমধ্যে আমরা জেলা পর্যায়ে মিলনায়তনের ভাড়া অর্ধেকের কমে নির্ধারণ করেছি, যা বহু বছর ধরে সাংস্কৃতিক সংগঠন গুলোর দাবি এবং আমাদের গণমুখী কার্যক্রমের ধারবাহিক প্রয়াস। আমরা মনে করি আমাদের বর্ষপূর্তি উৎযাপন করার অংশীদার আমাদের দর্শক ও শুভানুধ্যায়ীরা, আর আমরা নিরলসভাবে কাজ করে যেতে চাই একাডেমিকে জনবান্ধব করবার সংকল্পে।  

----  ড. সৈয়দ জামিল আহমেদ, মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি।