Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মে ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদ্‌যাপন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে কুমিল্লা ও ঢাকাসহ দেশব্যাপী নানান কর্মসূচি গৃহীত


প্রকাশন তারিখ : 2025-05-24

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে কুমিল্লা ও ঢাকাসহ দেশব্যাপী নানান কর্মসূচি গৃহীত

 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুমিল্লা জেলা প্রশাসন-এর ব্যবস্থাপনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে আগামী ২৫ মে থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী অনুষ্ঠান। এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’। আগামী ২৫, ২৬ ও ২৭ মে ২০২৫ কুমিল্লায় এই অনুষ্ঠান আয়োজন করা হবে। ২৫ মে ২০২৫ তারিখ বিকাল ৩ টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট-এর নির্বাহী পরিচালক মোঃ লতিফুল ইসলাম শিবলী এবং কবিপৌত্রী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড-এর চেয়ারম্যান খিলখিল কাজী। এতে স্মারক বক্তব্য প্রদান করবেন অধ্যাপক সলিমুল্লাহ খান এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। অনুষ্ঠানে ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’ এর জন্য মনোনীত গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এবং পুরস্কারপ্রাপ্ত গুণীজন তাঁদের অনুভূতি ব্যক্ত করবেন।   

 

আলোচনা পর্ব শেষে শুরু হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ নিবেদন ‘চেতনা ও জাগরণে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই সমবেত সংগীত ‘জয় হোক’ ও ‘মনের রং লেগেছ’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ এবং সমবেত নৃত্য ‘চল চল চল’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ। ‘খেলিছো এ বিশ্বলয়ে’ ও ‘প্রিয় এমন রাত যেনো যায় না বৃথা’ গান দুটি পরিবেশন করবেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ পরিবেশন করবেন সমবেত নৃত্য ‘মোরা ঝঞ্জার মত উদ্দাম’। আরমিন মুসা’র সংগীত পরিচালনায় সমবেত সংগীত ‘জাগো নারী জাগো’, ‘রুমঝুম রুমঝুম’ ও ‘দূর দ্বীপবাসিনী’ পরিবেশন করবে ঘাস ফড়িং কেয়ার। সবশেষে রেবেল ব্যান্ড পরিবেশন করবে ‘পরদেশী মেঘ’, ‘বাগিচায় বুলবুলি তুই’ ও ‘তোরা সব জয়ধ্বনি কর’ গান তিনটি।

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান আয়োজন

আগামী ২৬ মে ২০২৫, সোমবার, সন্ধ্যা ৬:৩০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘চেতনা ও জাগরণে নজরুল’ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

                              

সাংস্কৃতিক পর্বের শুরুতে সমবেত সংগীত ‘দাও শৌর্য দাও ধৈর্য্য’ ও ‘জয় হোক’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ ও নবীন কণ্ঠশিল্পীবৃন্দ। এরপর সমবেত নৃত্য ‘চল চল চল’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ। ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ’ গানটি পরিবেশন করবেন শাহিনুর আবেদিন। সমবেত সংগীত ‘আজি রক্ত নিশি ভোরে’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ ও নবীন কণ্ঠশিল্পীবৃন্দ। এরপর বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফাতেমাতুজ্জোহরা নজরুলসংগীত পরিবেশন করবেন। নৃত্য সংগঠন বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস পরিবেশন করবে সমবেত ‍নৃত্য ‘নদীর নাম সই অঞ্জনা’ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ ও নবীন কণ্ঠশিল্পীবৃন্দ পরিবেশন করবেন সমবেত সংগীত ‘রুমঝুম রুমঝুম’ গানটি। একক সংগীত ‘আমার আপনার চেয়ে’ পরিবেশন করবেন সুস্মিতা দেবনাথ সূচী ও ‘মধুকর মঞ্জুরী বাজে’ গানটি পরিবেশন করবেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী মো. সালাউদ্দিন আহম্মেদ। নবীন নৃত্যশিল্পীবৃন্দ পরিবেশন করবেন সমবেত নৃত্য ‘শুকনো পাতার নুপুর পায়ে’। একক সংগীত ‘খেলিছো এ বিশ্বলয়ে’ পরিবেশন করবেন নম্রতা রানী বাষকোড়। আবারও একক সংগীত ‘শাওন আসিল ফিরে’ পরিবেশন করবেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী মো: সালাউদ্দিন আহম্মেদ এবং ‘নব কিশলয় রাঙা সজ্জা’ গানটি পরিবেশন করবেন বর্ণালী সরকার। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ ও নবীন কণ্ঠশিল্পীবৃন্দ পরিবেশন করবেন সমবেত সংগীত ‘মনের রং লেগেছে’ গানটি। সমবেত নৃত্য ‘তোরা সব জয়ধ্বনি কর’ পরিবেশন করবে নৃত্য সংগঠন বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস এবং সমবেত নৃত্য ‘মোরা ঝঞ্জার মতো উদ্দাম’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ। সবশেষে পরিবেশিত হবে নাটক ‘সেতুবন্ধ’, পরিবেশনায় থাকবে বাঁশরি রেপার্টরী থিয়েটার।   

 

অনুষ্ঠানসমূহ সকলের জন্য উন্মুক্ত থাকবে।