Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মহাস্থানগড়ে শুরু হলো ‘স্থান-কাল-পাত্র’ শিরোনামে ২ দিনব্যাপী আর্টক্যাম্প


প্রকাশন তারিখ : 2025-02-27

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে

মহাস্থানগড়ে শুরু হলো ‘স্থান-কাল-পাত্র’ শিরোনামে ২ দিনব্যাপী আর্টক্যাম্প

 

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 পরবর্তী নতুন বাংলাদেশের সাংস্কৃতিক বিনির্মাণে আজ ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ২ দিনব্যাপী “স্থান-কাল-পাত্র” শিরোনামে আর্টক্যাম্প। 26 ও 27 ফেব্রুয়ারি 2025 তারিখ বগুড়ার মহাস্থানগড়ে এই আর্টক্যাম্পের আয়োজন করা হয়েছে।

 

আজ সকাল ১০টায় মহাস্থানগড়ে এই আর্টক্যাম্প শুরু হয়। ২ দিনব্যাপী আর্টক্যাম্পে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডীন, অধ্যাপক, সহকারী অধ্যাপক, শিক্ষক এবং শিক্ষার্থীসহ ২0 (বিশ) জন চারুশিল্পী অংশগ্রহণ করছেন।

আর্টক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুন নাহার। এতে সভাপতিত্ব করেন  বাংলাদেশ শিল্পকলা একাডেমি চারুকলা বিভাগের উপপরিচালক প্রদ্যোত কুমার দাস।

 

প্রাচীন পুরাকীর্তির অন্যতম এক নিদর্শন মহাস্থানগড়। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুন্ড্রবর্ধণ বা পুন্ড্রনগর  নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যিশু খ্রিষ্টের জন্মেরও পূর্বে প্রায় আড়াই হাজার বছর আগে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল, প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এই স্থানকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। এই ঐতিহাসিক স্থানে কালোত্তীর্ণ যে শিল্পকর্ম ও স্থাপত্য, তার অনুপ্রেরণায় বর্তমানে শিল্পীরা তাঁদের শিল্প গড়বেন।