বহুভাষিক উৎসব ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ আয়োজনে
সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে আগামিকাল থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘অমর একুশে নাট্যোৎসব ২০২৫’
বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন-এর যৌথ আয়োজনে আগামীকাল ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী অমর একুশে নাট্যোৎসব ২০২৫। উৎসব চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৬.০০টায়।
১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জেনারেল কামাল বায়েজীদ। এতে আহ্বায়কের বক্তব্য প্রদান করবেন অমর একুশে নাট্যোৎসব ২০২৫ এর আহ্বায়ক খন্দকার শাহ্ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন অমর একুশে নাট্যোৎসব ২০২৫ এর সদস্য সচিব তপন হাফিজ।
২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে নাট্য প্রদর্শনী শুরু হবে। নাট্য প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।