Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ জুলাই ২০২৫

৭ দিনব্যাপী ‘মাইম’ বিষয়ক কর্মশালা সমাপ্ত


প্রকাশন তারিখ : 2025-07-07

৭ দিনব্যাপী ‘মাইম’ বিষয়ক কর্মশালা সমাপ্ত

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় ৭ দিনব্যাপী ‘মাইম’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হলো। আজ 03 জুলাই ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৫ টায় স্টুডিও থিয়েটার হলে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নূরুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুন নাহার, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন, অর্থ হিসাব ও পরিকল্পনা উপবিভাগের উপপরিচালক সরকার জিয়া উদ্দিন আহাম্মদ এবং কর্মশালার কোর্স সমন্বয়কারী ও প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীবৃন্দ প্রযোজনাভিত্তিক মাইম প্রদর্শন করেন।

 

২৭ জুন থেকে ৩ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত ৭ দিনব্যাপী ‘মাইম’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন। এতে মূখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনে করেন বিখ্যাত মুকাভিনেতা মীর লোকমান।