বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে
আজ থেকে শুরু হয়েছে ‘কম্পিউটার গ্রাফিক্স ভিত্তিক মঞ্চ পরিকল্পনা’ কর্মশালা
এবং আগামীকাল শুরু হবে ‘মাইম’ কর্মশালা
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ‘কম্পিউটার গ্রাফিক্স ভিত্তিক মঞ্চ পরিকল্পনা’ বিষয়ক কর্মশালা। আগামীকাল থেকে শুরু হবে ৭ দিনব্যাপী ‘মাইম’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
‘কম্পিউটার গ্রাফিক্স ভিত্তিক মঞ্চ পরিকল্পনা’ বিষয়ক কর্মশালা
আজ ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৩ টায় জাতীয় চিত্রশালার ১নং গ্যালারীতে ৫ দিনব্যাপী ‘কম্পিউটার গ্রাফিক্স ভিত্তিক মঞ্চ পরিকল্পনা’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা, কর্মশালার সমন্বয়কারী একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (নাটক) মোহাম্মদ মোসলেম উদ্দিন এবং কর্মশালার প্রশিক্ষকবৃন্দ।
২6 জুন থেকে ৩০ জুন ২০২৫, প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জাতীয় চিত্রশালার ১নং গ্যালারীতে এই কর্মশালা চলবে। কর্মশালার মূল প্রশিক্ষক হিসেবে রয়েছেন ফরিদুল ইসলাম ফারদিন। ৫ দিনব্যাপী এই কর্মশালায় ঢাকার বিভিন্ন নাট্যদল ও বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করছেন।
‘মাইম’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
আগামীকাল ২৭ জুন ২০২৫, শুক্রবার বিকাল ৩ টায় জাতীয় চিত্রশালার ১নং গ্যালারীতে ‘মাইম’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে। ২৭ জুন থেকে ০৩ জুলাই ২০২৫, প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত জাতীয় চিত্রশালার ১নং গ্যালারীতে এই কর্মশালা চলবে। কর্মশালার মুখ্য প্রশিক্ষক হিসেবে রয়েছেন মীর লোকমান। ৭ দিনব্যাপী এই কর্মশালায় ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা।