তারুণ্যের উৎসব ২০২৫
২৫-২৬ জানুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত হবে “সমতল ও পাহাড়ী জাতিগোষ্ঠীর সম্প্রীতি সমারোহ”
আয়োজনে থাকবে রাজোয়াড় জাতিগোষ্ঠীর আলপনাচিত্র প্রদর্শন এবং ১৩ টি জাতিগোষ্ঠীর নৃত্য-গীত ও নাট্যানুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল এর ব্যবস্থাপনায় আগামী ২৫-২৬ জানুয়ারি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাটের চৈতন্যপুরে “সমতল ও পাহাড়ী জাতিগোষ্ঠীর সম্প্রীতি সমারোহ” আয়োজন করা হবে। দুইদিনব্যাপী এই আয়োজনে থাকবে রাজোয়াড় জাতিগোষ্ঠীর আলপনাচিত্র প্রদর্শন এবং ১৩ টি জাতিগোষ্ঠীর নৃত্য-গীত ও নাট্যানুষ্ঠান।
২৫ জানুয়ারি বিকাল 4টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি; রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম; অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থা, রাজশাহীর নির্বাহী পরিচালক রাজকুমার শাও এবং জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহীর সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়। সভাপতিত্ব করবেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামীম আকতার।
আলোচনা শেষে পার্বত্য জেলা রাঙ্গামাটি ও বান্দরবান থেকে আগত চাকমা, মারমা, ত্রিপুরা, পাংখোয়া প্রভৃতি এবং সমতলের সাঁওতাল, ওঁরাও, রাজোয়াড়, পাহাড়িয়া, মুন্ডা, মাহাতো, ভূমিজ, গড়াৎ, মাহালী প্রভৃতি শিল্পীদের পরিবেশনা থাকবে।
২৬ জানুয়ারি বিকাল 5টায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ। সভাপতিত্ব করবেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি, রাজশাহীর পরিচালক হরেন্দ্র নাথ সিং; দিগরী রাজা পরিষদ, গোদাগাড়ী, রাজশাহীর প্রধান উপদেষ্টা চিত্তরঞ্জন সরদার; জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক গণেশ মারান্ডী; ৭নং দেওপাড়া ইউনিয়ন, গোদাগাড়ীর প্রাক্তন ভাইস চেয়ারম্যান কস্তানতিনা হাসদা এবং পাহাড়ীয়া সম্প্রদায়ের বাইশি উপদেষ্টা আন্দ্রিয়াস বিশ্বাস। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামীম আকতার।
আলোচনা শেষে পার্বত্য সাঁওতাল বিদ্রোহের উপর নির্মিত মানওয়া নাট্যদলের পরিবেশনায় নাটক ‘ডিটোম’ পরিবেশিত হবে। এছাড়া পার্বত্য জেলা রাঙ্গামাটি ও বান্দরবান থেকে আগত শিল্পীদল এবং স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীবৃন্দের পরিবেশনা থাকবে।