Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd ফেব্রুয়ারি ২০২৫

বহুভাষিক উৎসব ২০২৫ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নানান কর্মসূচি পালিত


প্রকাশন তারিখ : 2025-02-23

বহুভাষিক উৎসব ২০২৫

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নানান কর্মসূচি পালিত

 

“আমরা শিল্পকলা একাডেমির মাধ্যমে বাংলাদেশসহ সারা বিশ্বে বাংলা ভাষা তথা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার প্রচেষ্টায় রয়েছি।”

                                 --- সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ভাষার মাস ফেব্রুয়ারি ২০২৫ জুড়ে চলছে ‘বহুভাষিক উৎসব’। সারাদেশে, বিভাগ, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে নানান কর্মসূচি অব্যাহত রয়েছে। মাসব্যাপী আয়োজনের উল্লেখযোগ্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ, প্রথম মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব, অমর একুশে নাট্যোৎসব, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নাট্য উৎসব, বহুভাষিক চলচ্চিত্র প্রদর্শনী, ২১ জাতিগোষ্ঠী বিচ ফেস্টিভ্যাল, মনীষী স্মরণ অনুষ্ঠান, কিশোর-কিশোরীদের নিয়ে আলোকচিত্র কর্মশালা এবং শাস্ত্রীয় সংগীত ও শাস্ত্রীয় নৃত্য উৎসবসহ নানান বর্ণিল অনুষ্ঠানমালা।

 

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে আজ ২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হয় “একুশের নিবেদন”। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক কর্মী বেলাল চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। 

 

সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, “আজ মহান শহিদ দিবস এবং সেই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবছর ২৫ তম বর্ষ হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। আমরা বাংলাদেশের পক্ষে শিল্পকলা একাডেমি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ইউনেস্কোতে বিশেষ অধিবেশনে অংশগ্রহণ করছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে, এই অধিবেশনটা আজকেই অনুষ্ঠিত হচ্ছে। এই ২৫ তম বর্ষে আমরা একটি ভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশকে তুলে ধরছি। আমরা শিল্পকলা একাডেমির মাধ্যমে বাংলাদেশসহ সারা বিশ্বে বাংলা ভাষা তথা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার প্রচেষ্টায় রয়েছি। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় নানান আয়োজন চলছে। কক্সবাজার সমুদ্র সৈকতে আজকে আমাদের ২১টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বিচ ফেস্টিভ্যাল হচ্ছে। আমাদের বহু ভাষাকে আমরা যে মর্যাদা দিয়ে থাকি সেই উৎসবটি তারই একটি স্মারক”।

 

অনুষ্ঠানে শুরুতে সমবেত যন্ত্রসংগীত ‘দেশমাতৃকা’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্র শিল্পীবৃন্দ। এরপর সমবেত নৃত্য ‘দাম দিয়ে কেনিছি বাংলা’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য শিল্পীবৃন্দ। নৃত্য পরিচালনায় ছিলেন লায়লা ইয়াসমিন লাবণ্য। ‘কথা কবিতা গানের সুর’ ও ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’ গান দুটি পরিবেশন করেন আলম আরা মিনু। এরপর আবৃত্তি ‘পানি লাগবে পানি/আবু সাঈদ’ পরিবেশন করেন এবিএম সোহেল রশিদ। বিদেশী শিল্পীরা পরিবেশন করেন নেপালী নৃত্য। কত্থক নৃত্য সম্প্রদায় সমবেত নৃত্য ‘গান ও কবিতা’ পরিবেশন করে, নৃত্য পরিচালনায় ছিলেন সাজু আহমেদ। আবারো সমবেত নৃত্য ‘মারমা উৎসব নৃত্য’ পরিবেশন করে কালারস অফ হিল, নৃত্য পরিচালনা করেন অন্তর দেওয়ান এবং সমবেত নৃত্য ‘রক্ত শিমুল তপ্ত পলাশ’ পরিবেশন করে বাংলাদেশ ব্যালেট ট্রুপ, নৃত্য পরিচালনা ছিলেন আমানুল হক। এরপর একক সংগীত ‘বাংলা ভাষা আমার মায়ের ভাষা’ এবং ‘আমার স্বদেশ প্রিয় আমার বাংলা’ পরিবেশন করেন আশরাফ শাহীন। সমবেত সংগীত ‘সে দিন শহরে বারুদের মত এবং ৮ই ফাল্গুনের কথা’ পরিবেশন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর সমবেত নৃত্য ‘একুশ আমার মিছিল’ পরিবেশন করে দিব্য সাংস্কৃতিক সংগঠন এবং সমবেত নৃত্য ‘রাশিয়ার ফোক ডান্স পর পরান’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য শিল্পীবৃন্দ, নৃত্য পরিচালনায় ছিলেন এস কে জাহিদ। সমবেত নৃত্য ‘বাংলার গান গাই এবং ওরা আমার মুখের ভাষা’ পরিবেশন করে স্বাত্ত্বিক শিল্পাশ্রম এবং সমবেত নৃত্য ‘রাখাইন প্রদীপ নৃত্য’ পরিবেশন করে ত্রিপনা রাঙ্গামাটি। আবৃত্তি ‘বরকত-রফিক-শফিউর-জব্বার’ পরিবেশন করেন শাহনাজ পারভীন লিপি এবং একক সংগীত ‘মৌলিক গান’ পরিবেশন করেন সাইদা শম্পা। তারপর সমবেত সংগীত ‘ধনধান্য পুষ্প ভরা এবং মোরা ঝঞ্জার মত উদ্দাম’ পরিবেশন করে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়। এরপর বিদেশী শিল্পীদের পরিবেশনায় চায়না ‘মার্শাল আর্ট’ পরিবেশিত হয়। আদিবাসী নৃত্য ‘মারমা সাংগ্রাই নৃত্য’ পরিবেশন করে ত্রিপনা রাঙ্গামাটি। সবশেষে সমবেত সংগীত ‘মোদের গরব মোদের আশা, ওরা আমার মুখের ভাষা, রাষ্ট্র ভাষা আন্দোলন, আমার প্রাণের ভাষা, মাগো তোমার সোনা মানিক এবং জাগো নাগিনীরা জাগো’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কন্ঠশিল্পীবৃন্দ।

 

এরপূর্বে বেলা ১২ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।