প্রয়াত গুণিজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ বাংলাদেশ শিল্পকলা একাডেমির
‘মনীষী স্মরণ’ অনুষ্ঠান আয়োজন
স্মরণ করা হলো ‘বরেণ্য আলোকচিত্রী আমানুল হক ও ড. নওয়াজেশ আহমদ’ এবং
বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক সমর দাস’-কে
বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রয়াত গুণিজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ আয়োজন করে যাচ্ছে মনীষী স্মরণ অনুষ্ঠান। এ সকল অনুষ্ঠানে প্রয়াত গুণীজনের জীবন, কর্ম ও অবদান নিয়ে আলোচনা এবং অনুষ্ঠান আয়োজন করা হয় থাকে। আজ স্মরণ করা হয় ‘বরেণ্য আলোকচিত্রী আমানুল হক ও ড. নওয়াজেশ আহমদ’ এবং ‘বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক সমর দাস’-কে।
‘বরেণ্য আলোকচিত্রী আমানুল হক ও ড. নওয়াজেশ আহমদ’ স্মরণ অনুষ্ঠান
19 জুন ২০২৫ তারিখ বিকাল ৪টায় জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে বরেণ্য আলোকচিত্রী আমানুল হক ও ড. নওয়াজেশ আহমদ-কে নিয়ে স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
মনীষী স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন, বিশিষ্ট চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভী এবং দেশের বাইরে থেকে ভার্চুয়ালি যুক্ত হন আমানুল হক আর্কাইভস্-এর তথ্যপ্রযুক্তিবিদ ও তত্ত্বাবধায়ক আহমেদ অরূপ কামাল। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক তানজিম ওয়াহাব। এ সময় আলোচকবৃন্দ বিশিষ্ট আলোকচিত্রী আমানুল হক ও ড. নওয়াজেশ আহমদ-এর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন এবং আলোকচিত্রী শিল্পে তাঁদের অবদান সম্পর্কে আলোচনা করেন।
‘বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক সমর দাস’ স্মরণ অনুষ্ঠান
সন্ধ্যা ৬টায় বরেণ্য কবিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের স্মরণ অনুষ্ঠনে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র ভবন প্রাঙ্গণে ‘বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক সমর দাস’-কে নিয়ে স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।
সাংস্কৃতিক পর্বে ‘বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক সমর দাস’-এর সুর করা গান ও গানের সাথে নৃত্য পরিবেশিত হয়। পরিবেশনার শুরুতেই সমবেত নৃত্য ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ পরিবেশন করে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস-এর শিল্পীবৃন্দ, নৃত্য পরিচালনায় ছিলেন ফারহানা চৌধুরী বেবী। একক সংগীত ‘অশ্রু হারা নয়ন আমার’ পরিবেশন করেন সুচিত্রা রানী সূত্রধর এবং ‘আমি ভিন গেরামের নাইয়া’ পরিবেশন করেন রোকসানা আক্তার রুপসা। এরপর ‘নিরুপমা’ গানটি দ্বৈতকণ্ঠে পরিবেশন করেন আব্দুহেল রাফি তালুকদার ও সানজিদা রহমান মিম। আবার একক সংগীত ‘ভেবো নাগো মা হঠাৎ পুরানা অ্যালবাম’ পরিবেশেন করেন মোমিন বিশ্বাস, ‘নীড়ে ফেরা পাখি’ গানটি পরিবেশন করেন মোহনা দাস এবং ‘সাগর পাড়িতে ঝড়’ পরিবেশন করেন আবিদা রহমান সেতু। সবশেষে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস-এর শিল্পীবৃন্দ সমবেত নৃত্য ‘নোঙ্গর তোল তোল’ পরিবেশন করে, নৃত্য পরিচালনায় ছিলেন ফারহানা চৌধুরী বেবী।