বহুভাষিক উৎসব ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে প্রয়াত গুণিজনদের প্রতি শ্রদ্ধা নিবেদনে
‘মনীষী স্মরণ’ অনুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রয়াত গুণিজনদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষে চলছে “মনীষী স্মরণ” অনুষ্ঠান। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে চলচ্চিত্রের প্রয়াত গুণিজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন শীর্ষক ‘মণীষী স্মরণ’ অনুষ্ঠানে বরেণ্য চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ-কে স্মরণ করা হয়। অনুষ্ঠানে প্রাবন্ধিক হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আ-আল মামুন। আলোচক হিসেবে ছিলেন নাহিদ মাসুদ, সাদিয়া খালিদ ঋতি ও অন্ত আজাদ। সভাপতিত্ব করেন সাজ্জাদ শরিফ। বরেণ্য চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের কর্মজীবন এবং বাংলা চলচ্চিত্রে তার ভূমিকা ও চিন্তাশীলতার আঙ্গিক তুলে ধরেন আলোচকরা।
আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৪.০০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের স্টুডিও থিয়েটার হলে চলচ্চিত্রের প্রয়াত গুণিজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন শীর্ষক ‘মণীষী স্মরণ’ অনুষ্ঠানে আব্দুল জব্বার খান-কে স্মরণ করা হবে। অনুষ্ঠানে প্রাবন্ধিক হিসেবে উপস্থিত থাকবেন শাহীন মামুন। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শাহ্ নিসতার জাহান কবীর, রুমানা ইসলাম ও আকরাম খান। সভাপতিত্ব করবেন নওশের হায়াত খান।