Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ ফেব্রুয়ারি ২০২৫

ভাষার মাস ফেব্রুয়ারিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন ‘বহুভাষিক উৎসব’


প্রকাশন তারিখ : 2025-02-06

 

ভাষার মাস ফেব্রুয়ারিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন

‘বহুভাষিক উৎসব’

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ভাষার মাস ফেব্রুয়ারি ২০২৫ জুড়ে চলবে ‘বহুভাষিক উৎসব’। সারাদেশে, বিভাগ, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে নানান কর্মসূচি পালিত হবে। মাসব্যাপী আয়োজনের উল্লেখযোগ্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ, প্রথম মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নাট্য উৎসব, বহুভাষিক চলচ্চিত্র প্রদর্শনী, জাতিগোষ্ঠী বীচ কার্নিভাল 2025, মনীষী স্মরণ অনুষ্ঠান, কিশোর-কিশোরীদের নিয়ে আলোকচিত্র কর্মশালা এবং শাস্ত্রীয় সংগীত ও শাস্ত্রীয় নৃত্য উৎসবসহ নানান বর্ণিল অনুষ্ঠানমালা। পূর্বের ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসজুড়ে চলবে এসব অনুষ্ঠান।

 

ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল-এর ব্যবস্থাপনায় ০১ ফেব্রুয়ারি বান্দরবান, ০২ ফেব্রুয়ারি রাঙ্গামাটি এবং ০৩ ফেব্রুয়ারি খাগড়াছড়ি জেলায় ‘ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ’ আয়োজন করা হয়। ১০ ফেব্রুয়ারি বান্দরবান জেলায় ‘পার্বত্য সম্প্রীতি উৎসব ২০২৫’ আয়োজিত হবে। ১৫ ফেব্রুয়ারি ‘কোচ, হোদি এবং অন্যান্য জাতিগোষ্ঠীর সম্প্রীতি সমারোহ’ শেরপুর জেলায় অনুষ্ঠিত হবে। ১৬ ফেব্রুয়ারি জামালপুর, ২৪ ফেব্রুয়ারি কক্সবাজার এবং ২৭ ফেব্রুয়ারি সিলেট-এ ‘ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ’ আয়োজন করা হবে।  কক্সবাজার জেলায় ২১-২৩ ফেব্রুয়ারি ‘জাতিগোষ্ঠী বীচ কার্নিভাল ২০২৫’ এবং সিলেটে ২৮ ফেব্রুয়ারি ‘খাসিয়া এবং অন্যান্য জাতিগোষ্ঠীর সম্প্রীতি সমারোহ ২০২৫’ অনুষ্ঠিত হবে।

 

নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন’-এর যৌথ আয়োজনে ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ‘পথনাট্য উৎসব’ আয়োজন করা হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও রংপুর পদাতিক এর যৌথ আয়োজনে রংপুরে ২৪ জানুয়ারি- ২ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ‘নাট্যোৎসব’ আয়োজন করা হয়েছে। জয়পুরহাট, নওগাঁ, মাগুরা, গাইবান্ধা, শেরপুর, ফরিদপুর, সাতক্ষীরা, বগুড়া, কুষ্টিয়া ও লালমনিরহাট জেলায় ৩ দিনব্যাপী লোকনাট্য উৎসব ‘লোকনাট্য সমারোহ’ আয়োজিত হবে । ১০-২০ ফেব্রুয়ারি রাজশাহী জেলায় ‘চলচ্চিত্র বিষয়ক কর্মশালা’ আয়োজন করা হবে। ২৭ জানুয়ারি - ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ২৬ টি জেলায় দ্বিতীয় পর্যায়ের ‘প্রযোজনাভিত্তিক জাতীয় নাট্যকর্মশালা’ চলবে। ফেব্রুয়ারি মাসজুড়ে নড়াইল, খুলনা, বরগুনা, ভোলা, বরিশাল, পটুয়াখালী, রংপুর, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলায় ‘অ্যাক্রোবেটিক প্রর্দশনী’ আয়োজিত হবে। ১২-১৫ ফেব্রুয়ারি বগুড়ায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘ইলিয়াস মেলা ২০২৫’ অনুষ্ঠিত হবে। ‘মনীষী স্মরণ অনুষ্ঠান’-এ ১৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আলমগীর কবির, তারেক মাসুদ, আব্দুল জব্বার খান, মৃণাল সেন, ডি এল রায় ও জিয়া হায়দার-কে স্মরণ করা হবে। ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের সামনে ‘বিপিএল-এর সমাপনী অনুষ্ঠান’-এ থাকবে বিশেষ পরিবেশনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন-এর যৌথ আয়োজনে ১৯-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে ‘অমর একুশে নাট্য উৎসব’ আয়োজিত হবে। বরিশাল ও রাজশাহীতে ২০-২২ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নাট্য উৎসব’ আয়োজন করা হবে। নারায়ণগঞ্জ, জামালপুর, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, দিনাজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, সিলেট, রাজশাহী ও বরিশালে ‘বহুভাষিক চলচ্চিত্র প্রদর্শনী’ করা হবে। ২২-২৩ ফেব্রুয়ারি ঢাকায় ‘যাত্রাপালা রচনা কর্মশালা’ আয়োজিত হবে। ‘জননাট্য। শিল্পের পথচলার বৈষম্যহীন নাট্যযাত্রা’ কর্মসূচির আওতায় জেলায় নাট্য প্রদর্শনী আয়োজিত হবে। এছাড়াও নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এবং গবেষণা ও প্রকাশনা বিভাগের যৌথ আয়োজনে ‘পাহাড়ের ছবি, পাহাড়ের চলচ্চিত্র’ প্রদর্শনীর আয়োজন করা হবে।

 

চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ০১ ফেব্রুয়ারি ‘৫টি বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায়, শিল্প গবেষকদের মধ্যস্থতায় ৭টি কিউরেটিং বিষয়ে কর্মশালা ও শিল্পকর্ম বাছাই, প্রদর্শনী’ এবং ‘নবীন শিল্পী চারুকলা প্রর্দশনী: জাতীয় পর্যায়ের চারুকলার সকল শাখার শিল্পীদের শিল্পকর্ম নিয়ে প্রতিযোগিতামূলক প্রদর্শনীর মাসব্যাপী প্রস্তুতি এবং ওপেন কল’ শুরু হয়েছে। ১৫ ফেব্রুয়ারি ‘ক্যালিগ্রাফি বা লিখনশিল্প প্রদর্শনী “ভাষার বৈভব”: ভাষা আন্দোলনের মাসে বাংলা, আকৃত্তি ও অন্যান্য ভাষার ক্যালিওগ্রাফারদের কাজ উপস্থাপন করে লিখন’ শিল্পের উদযাপন করা হবে। ২২ ফেব্রুয়ারি চলমান ক্যালিগ্রাফি প্রদর্শনী উপলক্ষ্যে আয়োজিত কর্মশালা ‘অক্ষরের অতীত ও বর্তমান’ চারুকলার শিক্ষার্থী ও শিল্পীদের আন্তর্জাতিক উদযাপনের দিগন্ত’ এবং ২৪ ফেব্রুয়ারি জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বরূপ সন্ধান ‘বৈষম্যহীন বাংলাদেশ: দেহঘড়ি’ শিরোনামে পারফরম্যান্স আর্ট কর্মসূচি বাস্তবায়ন করা হবে।  

 

সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় নড়াইল, বরগুনা, মুন্সীগঞ্জ, রাজশাহী ও ঢাকায় ‘তারুণ্যের উৎসব 2025, জনবান্ধব ব্যান্ড সংগীত’ অনুষ্ঠান আয়োজন করা হবে। ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামে আয়োজন করা হবে ‘ভক্তিমূলক সংগীত সন্ধ্যা (সুফী, বৌদ্ধ, শ্যামা, চার্চ সংগীত)’। ফেব্রুয়ারি মাসে ‘সাধুমেলা’ অনুষ্ঠিত হবে ঢাকা, নীলফামারী, গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ১৭ ফেব্রুয়ারি ময়মনসিংহ ও বগুড়ায় ‘গীতি আলেখ্য’ এবং ১৮ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জে ‘তৃণমূল মানুষের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজিত হবে। ২১ ফেব্রুয়ারি ‘মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ্যে অনুষ্ঠানমালা আয়োজন করা হবে। ২৪-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত হবে ‘শাস্ত্রীয় সংগীত ও শাস্ত্রীয় নৃত্য উৎসব’।

 

প্রশিক্ষণ বিভাগর ব্যবস্থাপনায় ২-৬ ফেব্রুয়ারি, ৮-১২ ফেব্রুয়ারি এবং ১৪-১৮ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে ‘কিশোর-কিশোরীদের নিয়ে আলোকচিত্র কর্মশালা’ আয়োজিত হবে। প্রযোজনাভিত্তিক জাতীয় নাট্যকর্মশালা সম্পন্ন হওয়ার পর ১৩-১৮ ফেব্রুয়ারি বিভাগীয় পর্যায়ে এবং ২১-২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় পর্যায়ে ‘প্রথম মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব’ আয়োজন করা হবে।  

 

গবেষণা ও প্রকাশনা বিভাগের ব্যবস্থাপনায় ‘মাসব্যাপী একুশে বইমেলায়’ অংশগ্রহণ করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নিয়মিত আয়োজন ‘বাহাস সিরিজ- নতুন বাংলাদেশ: পথ কোথায়’ ১১ ও ২৫ ফেব্রুয়ারি আয়োজন করা হবে। ১৫ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগে ‘নির্বাচিত নতুন শিল্প বিষয়ক গ্রন্থ বিভাগীয় শিল্পকলা একাডেমির শাখাগুলোতে প্রেরণ ও লাইব্রেরি পরিবর্ধন’ করা হবে। ২২ ফেব্রুয়ারি ‘অগ্রন্থিত আর্কাইভ সিরিজ- শিল্পীর অপ্রকাশিত আর্কাইভ নিয়ে গ্রুপ প্রদর্শনী’র আয়োজন করা হবে। ২৭ ফেব্রুয়ারি ‘শিল্পকলা একাডেমির ডিজিটাল আর্কাইভস সামাজিক মাধ্যম ও ইউটিউব চ্যানেল’-এ  প্রকাশ করা হবে। ২৮ ফেব্রুয়ারি ‘স্টিমার নদীপথে একাডেমির ভ্রাম্যমাণ সাংস্কৃতিক উৎসব আর কনজারভেটরি ইনিসিয়েটিভের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন এবং কার্যক্রম ঘোষণা’ করা হবে।

 

প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় ০৩-০৪ ফেব্রুয়ারি ও ১১-১৩ ফেব্রুয়ারি ঢাকায় এবং ০৯-১০ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় ‘স্কুল পর্যায়ে ভি-আর (ভার্চুয়াল রিয়ালেটি) শিল্প প্রদর্শনী’ করা হবে। ১৫-২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে ‘ভি আর এ জুলাই অভ্যুত্থান’ প্রদর্শন করা হবে। ‘১ম জাতীয় কমিকস ও গ্রাফিক্স ফেস্ট ২০২৫’ ২২ ফেব্রুয়ারি - ০২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।