Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বৈচিত্র্যপূর্ণ পরিবেশনায় চলছে ‘শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব’


প্রকাশন তারিখ : 2025-02-25

বৈচিত্র্যপূর্ণ পরিবেশনায় চলছে

‘শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব’

 

           

আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ‘শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব’-এর ৪র্থ দিনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবারের পরিবেশনার শুরুতেই সমবেত নৃত্য ‘সাত্রিয় নৃত্য’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য শিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করেন অসিত রায় এবং একক নৃত্য ‘ঠুমরি ও শুদ্ধ নৃত্য (কত্থক)’ পরিবেশন করেন দীপা সরকার। এরপর সমবেত নৃত্য ‘ঋতুরাগ বসন্ত (ওডিসি)’ পরিবেশন করে ওডিসি এন্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার, চট্টগ্রাম। মিনহাজুল হাসান একক সংগীত এবং মো: রোমেল ইসলাম একক নৃত্য ‘পদম (ভরতনাট্যম) পরিবেশন করেন। সমবেত নৃত্য ‘তারানা (কত্থক)’ পরিবেশন করেন নৃত্যাঞ্চল। পরিবেশনার এ পর্যায়ে একক সংগীত পরিবেশন করেন শায়লা তাসমিন এবং একক নৃত্য ‘গণেশ বন্দনা (মণিপুরী)’ পরিবেশন করেন সুইটি দাস। আবারও একক নৃত্য ‘সূর্য কৌতুভম (ভরতনাট্যম)’ পরিবেশন করেন অমিত চৌধুরী, ‘ছন্দ প্রসঙ্গ, তাল-ধামার (কত্থক)’ পরিবেশন করেন এস এম হাসান ইশতিয়াক এবং একক সংগীত পরিবেশন করেন মোঃ খালেদ লতিফ। একক নৃত্য ‘মনিপুরী’ পরিবেশন করেন তামান্না রহমান, ‘তিল্লানা (ভরতনাট্যম)’ পরিবেশন করেন মারিয়া ফারিহ উপমা এবং একক সংগীত পরিবেশন করেন আফরোজা আক্তার রুপা। সবশেষে সমবেত নৃত্য ‘ভরতনাট্যম’ পরিবেশন করে নৃত্য বিতান, যশোর।