Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ এপ্রিল ২০২৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে ৩ টি বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা


প্রকাশন তারিখ : 2025-04-24

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে

চলছে ৩ টি বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় চলছে ৩টি ভিন্ন ভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা। ২০ এপ্রিল ২০২৫, রবিবার সকাল ১০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ সকল কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালাসমূহের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান।

 ‘শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীত প্রশিক্ষণ কর্মশালা’র সমাপনী আয়োজন আগামীকাল ২৪ এপ্রিল ২০২৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় ২০ এপ্রিল ২০২৪ তারিখ থেকে শুরু হয় ‘শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীত প্রশিক্ষণ কর্মশালা’। আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন খায়রুল আনাম শাকিল ও ফেরদৌস আরা। কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। আগামীকাল ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৪ টায়, একাডেমির জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশাল ডিজিটাল কালচারাল আর্কাইভ (লিফ্ট-০৫)-এ উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন।  

পট নৃত্য কর্মশালা’র সমাপনী আয়োজন আগামী ২৭ এপ্রিল ২০২৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় ২০ এপ্রিল ২০২৪ তারিখ থেকে শুরু হওয়া ‘পট নৃত্য কর্মশালা’ চলবে আগামী ২৬ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত। ৭ দিনব্যাপী এই কর্মশালা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলছে। উক্ত কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন নিখিল চন্দ্র দাস। কর্মশালায় বিভিন্ন নৃত্যদলের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। উক্ত কর্মশালা-এর সমাপনী আয়োজন আগামী ২৭ এপ্রিল ২০২৫ অনুষ্ঠিত হবে।

‘লাঠি খেলায় নাট্যভাষা’ শীর্ষক ৭দিনব্যাপী নাট্যকর্মশাল ‘র সমাপনী আয়োজন আগামী ২৭ এপ্রিল ২০২৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় ২০ এপ্রিল ২০২৪ তারিখ থেকে শুরু হওয়া ‘লাঠি খেলায় নাট্যভাষা’ শীর্ষক ৭দিনব্যাপী নাট্যকর্মশালা চলবে আগামী ২৬ এপ্রিল ২০২৫ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জাতীয় চিত্রশালার গ্যালারীতে। এই কর্মশালা ৩ টি ধাপে অনুষ্ঠিত হবে। ১ম ধাপে কর্মশালা, ২য় ধাপে প্রযোজনা নির্মাণ এবং ৩য় ধাপে ৩টি জেলায় প্রদর্শনী। কর্মশালার কোর্স পরচিালক হিসেবে রয়েছেন প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অডিনের্টর বেগম কামরুন নাহার এবং কোর্স সমন্বয়কারী হিসেবে রয়েছেন প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা। উক্ত কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সাইদুর রহমান লিপন। এছাড়াও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক আহমেদুল কবির ইয়াং। বাংলাদেশ লাঠি খেলা ফেডারেশানের ২ জন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করছেন ঢাকার বিভিন্ন নাট্যদলের নাট্যশিল্পী, মাইম শিল্পী এবং নৃত্যশিল্পীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলায় অধ্যয়নরত ২০ জন শিক্ষার্থী। উক্ত কর্মশালা-এর সমাপনী আয়োজন আগামী ২৭ এপ্রিল ২০২৫ অনুষ্ঠিত হবে।